নোটিশ:
২ জুন, ২০২৫ আগামী ২৮ নভেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার বাদ আছর উম্মুল মুমিনীন ক্যাডেট মাদরাসার (পোড়াদিয়া বাজার মাদরাসা ও এতিমখানা) মাহফিল । ২ জুন, ২০২৫ সকল শিক্ষার্থী ও অভিবাবকদের জানানো যাচ্ছে যে, আগামী 6/6/2025 তারিখ থেকে 17/6/2025 তারিখ পযর্ন্ত । ১ম সাময়িক পরিক্ষা ও ঈদুল আযহার ছুটি থাকবে। ১৮ তারিখে সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে। ২১ মার্চ, ২০২৫ ভর্তি চলছে ভর্তি চলছে নুরানী বিভাগ ,নাজেরা বিভাগ,হিফয বিভাগ এবং কিতাব বিভাগ কওমি শাখাঃ ইয়াজ দহম থেকে দাওরা হাদীস পযর্ন্ত । জেনারেল শাখাঃ প্লে থেকে ১০ম শ্রেণী পযর্ন্ত। আগামী ২৫ /৩/২০২৫ থেকে ৪/৪/২০২৫ তারিখ পযর্ন্ত মাদরাসা ছুটি থাকবে। ৫/৪/২০২৫ তারিখ থেকে দ্বারাবাহিক ক্লাস চলবে।ইনশাআল্লাহ!তারিখ ২১ মার্চ, ২০২৫ আমাদের দারুল হুদা সদর সাহেব রহ. একাডেমি ও উম্মুল মুমিনীন ক্যাডেট মাদরাসা (পোড়াদিয়া বাজার মাদরাসা ও এতিমখানা)
ভিউ: ৩৬
প্রতিষ্ঠাতা পরিচালক

বিসমিল্লাহির রহমানির রাহীম

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে পোড়াদিয়া বাজারে  এক ঝাঁক তরুণ মেধাবী, উদ্যমী, সমাজ সেবক, কারিকুলাম বিশেষজ্ঞ ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী ও কওমি মাদরাসার সর্বোচ্চ ডিগ্রীধারী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৯ সাল থেকে সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে ‘উম্মুল মুমিনিন ক্যাডেট মাদরাসা ও দারুল হুদা সদর সাহেব রহ. একাডেমি ( পোড়াদিয়া বাজার মাদরাসা ও  এতিমখানা”। দেশব্যাপী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে সেখানে আমরা এর সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদের উদ্দেশ্য এমন কিছু ব্যক্তি তৈরি করা। খারা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আমাদের মাদরাসায় পড়ে ডা. জাকির নায়েক, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ হওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনি রয়েছে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়ারও সমান সুযোগ। সন্তানকে শিক্ষার পাশাপাশি আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠান অনন্য। সন্তানকে বৈষয়িক সম্পদ দেয়ার চেয়ে সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলার গুরুত্ব অনেক বেশি। সুতরাং, সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে তার পেছনে বিনিয়োগ করা জরুরি।

আলহাদুলিল্লাহ, জীবন,সন্তান,সম্পদ সবই মহান আল্লাহ তায়ালা প্রদত্ত আমানত । যথাযথ মুল্যায়নের মাধ্যমে অমূল্য সম্পদরুপে গড়ে তোলা আপনাপর নৈতিক দার্য়িত্ব ও কর্তব্য। আপনি কি আদরের সোনামণির ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? তাহলে আর দুশ্চিন্তা নয়, অতিসত্তর মহান আল্লাহর প্রতি শতভাগ আস্থার সাথে আপনার  প্রিয় প্রতিষ্ঠানে ভর্তি করে আদর্শ মানুষরুপে  গড়ে তুলতে সার্বিকভাবে সহায়তা করুন।

মাওলানা ইবরাহিম খলিল
প্রতিষ্ঠাতা পরিচালক

উম্মুল মুমিনিন ক্যাডেট মাদরাসা ও দারুল হুদা সদর সাহেব রহ. একাডেমি    (পোড়াদিয়া বাজার মাদরাসা ও এতিমখানা)
পোড়াদিয়া বাজার, নগরকান্দা,ফরিদপুর
মোবাইল: ০১৭৬৩৩৫৯৩১৫-০১৭৯৩১৭৪৪৩১
ই-মেইল: mmdibrahim555@gmail.com